গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবদুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার সমরসিংহ ও সুন্দরদী গ্রাম থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রানা সরদার(৩০) ও মোঃ খোকন হাওলাদার(২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই মোঃ মোশারেফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ১০টা ৩৫মিনিটের দিকে উপজেলার সমরসিংহ বাজারের পশ্চিম পাশের ব্রীজ এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রীজের ওপর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনি মাদক ব্যবসায়ী মোঃ রানা সরদার (৩০)কে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ রানা সরদারের এর বাড়ি উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত দলিল উদ্দিন সরদারের ছেলে।
অপর দিকে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তিনি খোকন হাওলাদার(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ খোকন হাওলাদারের বাড়ি উপজেলার বেজগাতি গ্রামে। সে ওই গ্রামের বদ্দর হাওলাদার এর ছেলে।
ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এসআই মোঃ মোশারেফ হোসেন বাদি হয়ে ওই রাতে এবং এসআই মেহেদী হাসান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন।