নাজিরপুরে সেট পরিবর্তনের দায়ে পাঁচ শিক্ষার্থী বহিস্কার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেট অনুযায়ী উত্তরপত্র পূরণ করার দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিস্কার করেন। বহিস্কৃত শিক্ষার্থীরা হল উপজেলা শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের মিরন শেখ ও মিরন খান, দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ের এমরান শেখ ও সাগর, এবং দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের অমিত মন্ডল।