গৌরনদীতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আতœহত্যা

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা সদরের দিয়াশুর গ্রামের জান্নাত আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার সকালে অভিমানে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার দিয়াশুর গ্রামের মোঃ হারুন খানের মেয়ে ও গৌরনদী গালস স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী জান্নাত আক্তার গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে নিজেদের বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষন পর ঘটনা টের পেয়ে স্কুল ছাত্রীর পরিবারের স্বজনরা সেখান থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গন তখন তাকে মৃত ঘোষণা করে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আতœহত্যার পূর্বে ওই স্কুল ছাত্রী একটি চিরকুট লিখে রেখে গেছেন, তাতে লেখা রয়েছে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসটি অনেকেরই আনন্দে কেটেছে। আমি কিছুই পেলাম না, আমার হারানোর দিন শুরু। থেকে পুলিশ ধারনা করছে কোনকিছু না পাওয়ার অভিমান থেকে ওই স্কুল ছাত্রী আতœহত্যার পথ বেছে নিয়েছে।