গৌরনদীর দক্ষিন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

আবদুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগীতার শেষ দিনে বুধবার বিকেল ৪টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফিরোজ শিকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ জামাল গোমস্তা, আবু জাফর শরীফ, গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেল, গৌরনদী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সহকারী প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহাবুব আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মুনসুর আহাম্মেদ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা, সহকারী শিক্ষক মোরশেদা তানমিন খান, মাহাবুবা আক্তার, আয়শা আফরোজ আসমা আক্তার প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।