আগৈলঝাড়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান ৪০ দিনের প্রকল্প পরিদর্শন

জয় রায় ,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্র্মসূচীর আওতায় ৪০ দিনের প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। ২০১৭-২০১৮ অর্থ বছরের ৪০ দিনের প্রকল্প গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের “পয়সা সিএমবি রোড থেকে ঘরামী বাড়ী রাস্তা সংস্কার ও নির্মান”, “কদমবাড়ী ফিলিপ অধিকারীর বাড়ীর পূর্ব পাশ হইতে পরিমল হালদারের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার ও নির্মান”, “ত্রিমুখী-পয়সার হাট রাস্তায় বিমল বাইন এর বাড়ীর পূর্ব পাশ হইতে বিপুল মন্ডল এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান ও পুনঃনির্মান”, “বাকাল বেহুলারপাড় সার্বজনীন কালী মন্দিরের মাঠ ভরাট”, “নওপাড়া বেপারী বাড়ির ব্রীজ থেকে রাজিহার ইউপি সিমানা পর্যন্ত মাটির রাস্তা সংস্কার ও নির্মন”, বাকাল ইউনিয়ন পরিষদের প্রবেশের ভাঙ্গা রাস্তা মেরামত ও চিত্ত শীলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। প্রকল্প পরিদর্শন শেষে তিনি কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করে বলেন কাজের মান অত্যন্ত ভালো হয়েছে। এসময় তার সাথে ছিলেন আগৈলঝাড়া ত্রাণ ও পূর্নঃবাসন দপ্তরের (ইজিপিপি) উপ-সহকারী প্রকৌশলী রুমানা ফেরদৌস স্বার্না, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সদস্য শিখা সিকদার, সোবাহান মিয়া, বিমল অধিকারী ভীম, বিনয় বৈরাগী, গনেশ পান্ডে, নির্মল ঘটকসহ সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি সম্পাদকসহ প্রমুখ।