গৌরনদীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

গৌরনদী প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারীদের উপস্থিতিতে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কিত দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী চলা ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একে মহিউদ্দিন আহমদ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের উপ রেজিষ্টার জেনারেল (যুগ্ন সচিব) মোঃ মাহাবুব উল আলম, পরিচালক স্থানীয় সরকার বিভাগ (উপ সচিব) আবুল কালাম আজাদ, ইউনিসেফ এর কান্টি ডিরেক্টর ডাঃ শাহ আলী আকবর আশরাফী, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন। বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কবির হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ আব্দুল হান্নান, প্রমুখ। উল্লেখ্য, গৌরনদী উপজেলার ইউনিয়নের ৭জন চেয়ারম্যান, ৭জন ইউপি সচিব, ৭জন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ও স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, গনমাধ্যম কর্মীসহ মোট ১২০জন লোক ওই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন।