খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে কাউখালীতে বিএনপির অবস্থান ধর্মঘট

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা ও কারাদন্ডকে মিথ্যা ও প্রতিহিংসা মূলক দাবী করে এর প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি অবস্থান ধর্মঘট পালন করেছে। আজ মঙ্গলবার উপজেলা কার্যালয়ে পুলিশি কড়া নজরদারির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন শুক্কুর, সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক কাফি চৌধুরী, বদরুদ্দোজা মিয়া, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সহ-মানবাধিকার সম্পাদক জাকির হোসেন, কৃষক দলের সভাপতি ফারুক হাওলাদার, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, শারিফুল আজম সোহেল, সোহেল মাহমুদ, মাওলাদ হোসেন মঈন, রাকিব তালুকদার, মহিবুল্লাহ , মশিউর, সোহাগ, যুবদল নেতা রাজা প্রমূখ।