কমলগঞ্জ উপজেলা নির্বাহী সম্মাননা পুরষ্কার লাভ

জয়নাল আবেদীন,মৌলভীবাজার প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশ মেলা-২০১৮ উপলক্ষে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়ন’ ক্যাটাগরীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের এর নেতৃত্বে উপজেলার নাগরিকদের নাগরিক সেবা প্রদান ও উদ্ভাবনী বাস্তবায়ন করায় মৌলভীবাজার জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের কাযার্লয়, কমলগঞ্জ-কে সম্মাননা পুরস্কার প্রদান করেছে। শুক্রবার মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের মভাপতি নেছার আহমদের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের হাতে এ সম্মাননা সনদ তুলে দেয়া হয়।
এ পুরষ্কার নাগরিক সেবায় আমাদের অনেক বেশী উদ্দীপ্ত ও উৎসাহিত করবে বলে জানান কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক।