স্বরূপকাঠিতে মুঠোফোনে প্রশ্নপত্রের দায়ে তিন মাদ্রাসা শিক্ষক জেল হাজতে

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে মুঠোফোনে এমসিকিউ প্রশ্নের উত্তরসহ তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ছারছীনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেন্যুর কেন্দ্র বাউন্ডারীর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ তিন শিক্ষক মুঠোফোনে গণিত প্রশ্নপত্র নিয়ে ঘাটাঘাটি করতে দেখে তাদেরকে আটক করেন । এসময় আটককৃতদের মুটোফোনে গনিত পরীক্ষার এমসিকিউর ৩০ টি প্রশ্নের উত্তর পাওয়া যায়। পরে তিনি আটককৃত তিন শিক্ষককে নেছারাবাদ থানায় সোপর্দ করেন। আটককৃত শিক্ষকরা জিজ্ঞাসাবাদে আরো ৪ জনের নাম প্রকাশ করেছেন। গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন উপজেলার মাহামুদকাঠি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) মাসুদ কবির, আউরিয়া ইসলামিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) এনামুল হক ও সহকারী শিক্ষক (কৃর্ষি) মাসুম বিল্লাহ। নেছারাবাদ থানার এস আই সঞ্জিব পাহলান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আরিফ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ (খ)/১৩ ধারায় মামলা দায়ের করেছেন। আটককৃতরা ছাড়া অপর ৪ জন পালাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল রোববার সকালে আটককৃতদের পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। পিরোজপুরের বিজ্ঞ বিচারক ওই শিক্ষকদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ দিকে ছারছীনা পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল সুপার মাহামুদকাঠি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম ও ৪ কক্ষ পরিদর্শক সহকারি মৌলভী মোসা.শাহিদা, মেরিনা খানম, মোসা. রাজিয়া রহমান ও মোসা. মাকসুদাকে আজীবনের মত পরিক্ষা কেন্দ্রে দায়ীত্ব থেকে বহিস্কার করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.