শেষ টেস্ট হারলো বাংলাদেশ

আব্দুল্লাহ আল নোমান
ঢাকা টেস্টে সফরকারী শ্রীলঙ্কার কাছে ২১৫ রানের ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে গেলো শ্রীলঙ্কা। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে ৩৩৯ রানের টার্গেট দেয় সফরকারী শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ব্যাট হাতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার পক্ষে আকিলা ধনঞ্জয়া পাঁচ ওভার বল করে ২৪ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। ১১.৩ ওভার বল করে ৪৯ রান দিয়ে চারটি উইকেট নেন রঙ্গনা হেরাথ। এছাড়া দিলরুয়ান পেরেরা নেন একটি উইকেট।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৩ রানে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। দলীয় ৪৯ রানে রঙ্গনা হেরাথের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ইমরুল কায়েস। ফেরার আগে ১৭ রান করেন তিনি।
দলীয় ৬৪ রানে রঙ্গনা হেরাথের বলে উইকেরক্ষকের হাতে ধরা পড়েন মুমিনুল হক। ৩৩ রান নিয়ে ফিরতে হয় তাকে। এরপরই আকিলা ধনঞ্জয়ার বলে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন দাস।
আকিলা ধনঞ্জয়ার বলে দিমুথ করুণারত্নের তালুবন্দী হয়ে ফিরে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের রান যখন ১০২ তখন রঙ্গনা হেরাথের বলে স্ট্যাম্পিং হন মুশফিকুর রহিম।
ইনিংসের ২৭তম ওভারে আকিলা ধনঞ্জয়ার বলে ফিরে যান সাব্বির রহমান ও আব্দুর রাজ্জাক। ২৯তম ওভারে মেহেদী হাসান মিরাজকে ফেরান ধনঞ্জয়া। ৩০তম ওভারে রঙ্গনা হেরাথের বলে দানুশকা গুনাথিলাকার হাতে ক্যাচ হন তাইজুল ইসলাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
দলের পক্ষে দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। কুসল মেন্ডিস করেন ৬৮ রান। রোশেন সিলভা করেন ৫৬ রান। বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক ৪টি, তাইজুল ইসলাম ৪টি ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।
বৃহস্পতিবার দিনের শেষ সেশনে বাংলাদেশ ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। শুক্রবার সকালে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম সেশনেই স্বাগতিকরা ১১০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে ১১২ রানের লিডে থাকে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করতে পারেনি। সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন লিটন দাস। শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমল ৩টি, আকিলা ধনঞ্জয়া ৩টি ও দিলরুয়ান পেরেরা ২টি করে উইকেট নেন।