ঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল নোমান
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার নামাজের পরপর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা, ফকিরাপুল ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হয়।
বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাইটিঙ্গেল মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হবার পর পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।