স্বরূপকাঠিতে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে এ সময় ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সুন্দরবন কেন্দ্রিক কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুন্রবন ওয়েল ফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছে। আজ মঙ্গলবার স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তি প্রদান কালে এলাকার বিশিষ্ট ব্যাক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি,প্রধান শিক্ষক,অভিভাবকসহ উদ্যোত্তা সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রির্পোটার ও সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, এসোসিয়েশনের স্দস্য সচিব মো. নজিবুর রহমান তারা, ইউপি চেয়ারম্যান মো.গাউস মিয়া তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো.জাহিদ উদ্দিন, প্রধান শিক্ষক মো. বাবুল আকতার, মো. মাহফুজুর রহমান ফাগুন,মো. নুরুল ইসলাম,মো. জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন,ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ব্যবস্থাপক আবু জাফর খান ও মো. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।