স্বরূপকাঠিতে গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনের যাবজ্জীবন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে স্বরূপকাঠি উপজেলার এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনের পাশপাশি প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে আরও ১০ বছর কারাদন্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার রঙ্গাকাঠি গ্রামের সুনীল সিকদারের ছেলে বিধু সিকদার (৩৭), একই গ্রামের স্বর্ণকুমার সমাদ্দারের ছেলে সুব্রত সমাদ্দার (৩৫) ও উপজেলার ব্যাশকাঠি গ্রামের গোবিন্দ হালদারের ছেলে গৌতম হালদার (৩৬)। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ আগস্ট রাত ১১টার দিকে ওই গৃহবধূর পরিবার ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে আসামি বিধু সিকদার, সুব্রত সমাদ্দার ও গৌতম হালদারসহ চার জন ওই ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে গৃহবধূর স্বামীকে ধূতি দিয়ে বেঁধে ফেলা হয়। স্বামীকে বেধে কাপড় মুড়ি দিয়ে আসামিরা গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে আসামিরা ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। ওই বছরের ২১ আগস্ট গৃহবধূর শ^শুর বাদী হয়ে নেছারাবাদ থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন। রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান।