আগৈলঝাড়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধভাবে এক রাতে পাঁচ বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের নাসির ফকির, জলিল ফকির, মাসুদ মুন্সি, সামচু খলিফা, মোস্তফা ফকিরের ঘরের সিঁধ কেটে চোরের দল ঘরে ঢুকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির সময় জলিল ফকিরের স্ত্রী টের পেলে চোরের দল পালিয়ে যায়। এসআই মনিরুজ্জামান ওই এলকার চুরি হওয়া বাড়িগুলো পরিদর্শন করেছেন।