বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে স্বরূপকাঠিতে কৃষক ও শ্রমিকলীগের বর্ধিত সভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
৮ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালে শুভাগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে বর্ধিত সভা করেছে উপজেলা কৃষকলীগ ও শ্রমিকলীগ। সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। রোববার বিকেলে উপজেলা স্কাউট ভবন চত্বরে আয়োজিত কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহবায় মো. শরীফ মাহমুদ শাহিন এবং শ্রমিকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. সিরাজুল ইসলাম ফায়েজ। দলের নিতাকর্মিদের উপস্থিতিতে একসময় বর্ধিতসভাটি জনসভায় রূপ নেয়। সভায় আসন্ন প্রধানমন্ত্রীর সফরকে সফল করার লক্ষে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, পিরোজপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, মো. শাহজাহান তালুকদার, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের নেতা সরদার মতিউর রহমান, সৈয়দ শহিদ উল আহসান, চাঁন মিয়া মাঝি, জিয়াউল আহসান গাজী, জেলা শ্রমিকলীগের আহবায়ক মো. মজনু তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রভাষক সালাম সিকদার ও মো. ফারুখ হোসেন প্রমুখ।