গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা ও গৌরনদী মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ও গভীর রাতে উপজেলার বাকাই বাজার ও বড় কসবা ইসলামিক মিশনের সামনে থেকে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ গিয়াসউদ্দিন বয়াতী (২২) ও মোঃ মফিজ আকন (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি টীম শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড় কসবা ইসলামিক মিশন এলাকায় অভিযান চালায়। এ সময় ইসলামিক মিশনের সামনে থেকে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারা মাদক ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিন বয়াতী (২২)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিন বয়াতীর বাড়ি উপজেলার বানিয়াশুরি গ্রামে। সে ওই গ্রামের মৃত মন্নাত বয়াতির ছেলে।
অপর দিকে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই আমিনুল, এএসআই আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্সসহ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাকাই বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ ওই বাজার থেকে মোঃ মফিজ আকন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ মফিজ আকনের বাড়ি উপজেলার ১ নং খাঞ্জাপুর ইউনিয়নের সমরশিংহ গ্রামে। সে ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর আকনের ছেলে।
ব্যাব ও পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শনিবার রাতে ও গতকাল রোববার সকালে গৌরনদী মডেল থানায় মামলা পৃথক ২টি মামলা দায়ের করেছেন।