স্বরূপকাঠির সন্ধ্যা নদী থেকে অর্ধকোটি টাকার নিশিদ্ধ জাল আটক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের বরূপকাঠির সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষ মিটার নিশিদ্ধ কারেন্ট, চরগড়া ও মশারী জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। শনিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ ও কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. তোফাজ্জেল হোসেনের (সিপিও) নেতৃত্বে কোষ্টগার্ডের একটি দল সন্ধ্যা নদীতে অভিযান চালায়। এসময় নদীতে থাকা জেলেরা তাদের নৌকা রেখে পালিয়ে গেলে নৌকা থেকে ওই জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের উপস্থিতিতে উপজেলা ফেরিঘাট এলাকায় সন্ধ্যা নদীর পাড়ে পুড়ে ফেলা হয়।