প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে স্বরূপকাঠিতে আওয়ামীলীগের প্রস্তুতিসভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ ফেব্র“য়ারী বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ। আজ শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম । উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ শহিদ উল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, প্রভাষক আওয়ামীলীগ নেতা সালাম সিকদার, মো. খোকন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. সিরাজুল ইসলাম ফায়েজ, উপজেলা কৃষকলীগের আহবায়ক শরীফ মাহমুদ শাহিন, যুগ্ম আহবায়ক এ্যাড. কমল আশ্চার্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।