গৌরনদীর দক্ষিন নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী চলা ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেষর ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাঁদশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক কৃষ্ণকান্ত দে চিত্ত, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহ সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এস,এম জুলফিকার, চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মাহাবুব চোকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মোঃ রায়হান হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।