গৌরনদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গৌরনদী প্রতিনিধি
বরিশাল র্যাব-৮ এর একটি টীম রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিন গোবর্দ্ধন এলাকায় অভিযান চালিয়ে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম শরীফ (২৫) ও রানা শরীফ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল র্যাব-৮ এর ডিএডি পুলিশ পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন খানের নেতৃত্বে র্যাবের একটি টীম রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিন গোবর্দ্ধন এলাকার রানা শরীফের বসত ঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারা মাদক ব্যবসায়ী মোঃ জসিম শরীফ (২৫) ও রানা শরীফ (২৭)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া উভয় মাদক ব্যবসায়ীর বাড়ি উপজেলার দক্ষিন গোবর্দ্ধন গ্রামে। তারা ওই গ্রামের মোঃ শাহজাহান শরীফ ও মোঃ সেলিম শরীফের ছেলে।
র্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, বরিশাল র্যাব-৮ এর ডিএডি পুলিশ পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন খান বাদী হয়ে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল সোমবার সকালে গৌরনদী মডেল থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।