গৌরনদীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু

0
(0)

আব্দুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি
দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার একদফা দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ডাকে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার থেকে বরিশালের গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন তাদের তিন দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করেছে। এতে স্থবির হয়ে পড়েছে এ পৌরসভার সকল দাপ্তরিক কাজকর্ম। ফলে চরম ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি নাগরিক সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ পৌরসভা এলাকার বাসিন্ধাগন।
জানাগেছে, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন তাদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে নানা প্রকার আন্দোলন কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি গতকাল রোববার থেকে তাদের একদফা দাবি বাস্তবায়নের লক্ষে টানা তিনদিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছে।
দেশের অন্যান্য পৌরসভার ন্যায় বরিশালের গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগনও এ আন্দোলনে সামিল হওয়ায় এ পৌরসভার সাধারন নাগরিকেরা ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি তাদের প্রাপ্য নাগরিক সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিন দিনব্যাপী আন্দোলন কর্মসূচীর প্রথম দিনে গতকাল রোববার সকাল ৯টায় গৌরনদী পৌরসভার সচিব ও পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মসূচী শুরু হয়। এরপর দিনব্যাপী চলা ওই পূর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তৃতাকালে বক্তারা বলেন, বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন দিন-রাত জনসাধারনের সেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়া, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের প্রতিটি পদক্ষেপে বাংলাশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত পরিশ্রম করার পরও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ২,৫,৬ মাস পর্যন্ত তাদের বেতন-ভাতা পাচ্ছেন না, যা খুবই দুঃখজনক। তাই বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সফল করতে হলে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়া উচিৎ। তাদের এ ন্যায় সঙ্গত দাবিকে মেনে নেয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছেন। অন্যথায় তারা আরো কঠিন, কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে উল্লেখ করেন।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, জেলা শাখার সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি খোকন চন্দ্র রায়, মিজানুর রহমান তালুকদার, বরিশাল জেলা শাখার সদস্য ও গৌরনদী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মামুন-অর-রশিদ, গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার কর আদায়কারী কে,এম মোশাররফ হোসেন, বরিশাল জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক কাজী শফিকুর ইসলাম স্বপন, মোঃ মফিজ সেরনিয়াবাত ও ডলি রানী বনিক প্রমুখ।
উল্লেখ্য, পূর্ন দিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচী পালনের তিন দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিনে গতকাল রোববারের কর্মসূচীতে গৌরনদী পৌরসভার সর্বমোট ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.