গৌরনদীর মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

আব্দুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ন (এএন) মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা শ্রেনী উত্তরণ মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোল্লা মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিকেল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এম, আলম, বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার ওঝা, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জালাল সরদার, যুবলীগ নেতা ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল খন্দকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য সুণীল চন্দ্র দাস, বিধু রানী, অমল চন্দ্র রায় মোঃ মালবিকা চক্রবর্তী মজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী, শরীর চর্চা শিক্ষক কিষণ কুমার মজুমদার প্রমুখ।