স্বরূপকাঠিতে পুলিশের আইন শৃংখলা বিষয়ক উঠান বৈঠক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি ৭ নং ওয়ার্ডে পুলিশের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (নেছারাবাদ-কাউখালী সার্কেল)। নেছারাবাদ থানার অফিসার ইনচার্য মো. মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, ডাকাতিসহ নানা ধরনের বেআইনী কাজ রোধকল্পে করনীয় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কবির, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, কাউন্সিলর মো. নুরুল ইসলাম প্রমুখ। এসময় নেছারাবাদ থানার এসআই মো. সামসুল হক, এসআই শাহাবুদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জব্বার, সম্পাদক মো. সামসুল হক সরদার, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আলী আজিম বাচ্চু, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নয়ন তারাসহ প্রায় ৫ শতাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।