স্বরূপকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার মিয়ারহাট বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে মদিনা রেস্তরাকে ১০ হাজার ,নিউ সারিকা হোটেল ৪ হাজার,বাবুল ব্রাদার্স ও মেসার্স শামিম মেডিকেল হলকে ৫ হাজার করে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল ক্যাবের সদস্য মো. জাহাংগীর হোসেন মোল্লা,স্বরূপকাঠি উপজেলা সেনিটারী ইন্সেপেক্টর শেখ মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।