আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আকলম কিন্ডার গার্টেনের ৩ দিন ব্যাপি ৮৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। স্ব স্ব বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল। গতকাল রোববার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যায়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজের সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুস সালাম সিকদার, প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর, শশাঙ্ক রঞ্জন সমদ্দার, প্রফেসর ড. নিয়াজ, ঢাকা দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান, সাংবাদিক মো. নজরুল ইসলাম, হযরত আলী হিরু, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও আকলম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতিমা সাঈদ পরিচালনা পর্ষদের সদস্য কাজী সরোয়ার হোসেন, কাজী মো. মোস্তফা কামাল ও মো. আমিরুল ইসলাম বাবু প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠানের ১ম দিনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। ২য় এবং শেষ দিনে শিক্ষার্থীরা নৃত্য, গান, অভিনয়, কৌতুক ও জাদু প্রদর্শন করে। সর্বশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।