গৌরনদীতে স্কুল শিক্ষক ও ব্যাংকারসহ বিএনপির অর্ধশতাধীক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

গৌরনদী প্রতিনিধি
বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানসহ উপজেলার আশোকাঠী এবং দক্ষিন বিজয়পুর গ্রাম থেকে বিএনপির অর্ধশতাধীক নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্ত্বরে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ও চাঁদশী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হাক্কানী আলম, নলচিড়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম হাফিজ মৃধা, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি শরীফ মেজবাহউদ্দিন ফিরোজ, আওয়ামীলীগ নেতা ও গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জামাল গোমস্তা, আওয়ামীলীগ নেতা হাফেজ নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ প্রমুখ।