মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর মঠবাড়িয়ায় চাদাঁর টাকা না পেয়ে গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রাজা মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। রোববার রাতে গুলিশাখালী বাজারে বসে তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন। আহত রাজাকে তার স্বজনরা উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে । পরে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সাবেক ইউপি সদস্যর ছেলে ছাইফুল ইসলাম প্রিন্স অভিযোগ করে বলেন, আমার মা হোসনেয়ারা হাসী বর্তমান গুলিশাখালী ইউনিয়নের ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও বাবা রাজা মিয়ার সাবেক ইউপি সদস্য একই ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া বিভিন্ন সময় চাদাঁ দাবী করে আসছিল । চাদাঁর টাকা না পেয়ে রোববার রাতে আমার বাবা রাজা মিয়া গুলিশাখালী থেকে মোটরসাইকেল যোগে টিয়ারখালী নিজ বাড়ি ফেরার পথে চাঁদা দাবীকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।