ইঞ্জিন দুর্বলতায় লাউয়াছড়ায় পাহাড়ে দুই দফা সিলেটগামী উপবন এক্সপ্রেস আটকা

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ইঞ্জিন দুর্বলতায় ভোর রাতে দুই দফা আটকা পড়ে। এ অবস্থায় সহ¯্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ছিলেন। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ৩ ঘন্টা পর ফের চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৪টায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নং ডাউন আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকায় টিলা অতিক্রম করতে না পারায় প্রায় আধাঘন্টা আটকা পড়ে। পরে আবারও বেগ করে শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়। আবার ভোর ৫টায় ট্রেনটি চালালে পূণরায় আরেক দফা ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ভাঙ্গা সেতুর উপর আটকা পড়ে। পরে সকালে কুলাউড়া স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে আটকাপড়া উপবন ট্রেনটিকে সকাল পৌণে আটটায় ভানগাছ স্টেশনে নিয়ে আসে। সেখানে বিকল ইঞ্জিন রেখে প্রায় ৩ ঘন্টা বিলম্বে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
শশেরনগর স্টেশন মাষ্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিনের দুর্বলতা আর ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে। ফলে ট্রেনটি বিলম্বে চলাচলে সিলেটগামী ১৩ নং জালালাবাদ ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে সকালে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনও কম পক্ষে সাড়ে ৪ ঘন্টা বিলম্বে চলাচল করবে।