যে নেত্রীর জন্ম ভারতের জলপাইগুরিতে সে কিভাবে এ দেশকে ভালবাসবে……আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্

স্টাফ রিপোর্টার.
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষন কমিটির আহ্বায়ক, (পূর্ন মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত) স্থানীয় সরকার, পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম আমাদের পার্শ্ববর্তি গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায়, তার ধমনীতে বইছে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত, তাইতো এ দেশ ও জনগনের পাশাপাশি আমাদের দক্ষিনাঞ্চলের মানুষের জন্য তার দরদ অনেক বেশী। তার সরকার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নিত করেছে, পায়রা সমুদ্র বন্দর স্থাপন করেছে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিসার্স ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেছে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এর নির্মান কাজ এগিয়ে চলছে, গৌরনদীতে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে। তার নেতৃত্বে এমনি অনেক বড়বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিল অঞ্চলের মানুষ বলেই আপনাদেরকে ভালবাসে, দেশকে ভালবাসে, আপনাদের উন্নয়ন করে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, যে নেত্রীর জন্ম ভারতের জলপাইগুরিতে সে কিভাবে এ দেশকে ভালবাসবে, এ দেশের মানুষকে ভালবাসবে। কি করে তার মধ্যে দেশপ্রেম আসবে ?
গতকাল সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দোনারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দরিদ্র অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচিত্র নায়ক ও প্রযোজক অনন্ত জলিল, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্রদ্বয় সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ্, সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহাম্মেদ হারুন হাওলাদার, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান। আগৈলঝাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রায়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফ আহাম্মেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, স্থানীয় ইউপি সদস্য সঞ্জিব কুমার সুধীর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাতুল শরীফ প্রমুখ।