স্বরূপকাঠিতে লঞ্চের ধাক্কায় মাছের ট্রলার নিখোজ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে ঘন কুয়াশার কারনে দ্বিতল লঞ্চের ধাক্কায় মাছ বোঝাই ট্রলার ডুবে নিখোজ এবং দুই মাছ ব্যাবসায়ী গুরতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সোহাগদল এলাকার কাঞ্চন শেখ ও হালিম জোমদ্দার জানায়, আজ সোমবার সকালে ঢাকা থেকে হুলারহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এম ভি ফারহান ১০ লঞ্চটি ইন্দেরহাট ঘাট ছেড়ে নাওয়ারা নামক স্থানে পৌছুলে বানারীপাড়া উপজেলার হারতা এলাকা থেকে আসা মাছ বোঝাই একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মাছসহ ডুবে যায় এবং ট্রলারে থাকা মাছ ব্যবসায়ী হারতা এলাকার রমেশ ও হরলাল আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে যায়। রমেশ সাতরে তীরে উঠতে পারলেও হরলাল নিখোজ থাকে পরে স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রমেশকে স্থানীয়ভাবে চিকিসা ও হরলালের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় বরিশাল মেবাচিম হাসপাতালে প্রেরন করেন। স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার জানান, রমেশের আঘাত বেশি মারাত্তক না হলেও হরলালের অবস্থা খুবই আশংঙ্কাজনক। তার বাম পায়ের একাধীক স্থান ভেঙ্গে হাড় বেরিয়ে গিয়েছে, ডান পায়ের হাটু ও বুকে আঘাত রয়েছে।