কুলাউড়ায় অধ্যক্ষের বাড়ীতে ডাকাতি

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মার বড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে । ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে রেখে ১০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। শনিবার দিবাগত রাতে চানঁগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।
অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মার ভাই সত্যন্দ্র শর্ম্মা জানান, গভীর রাত সাড়ে ৩টায় ১০/১৫ জনের ডাকাত দল ঘরের গ্রীলের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে ডাকারা তাকে জিম্মি করে তার ভাই অধ্যক্ষে ঘুম থেকে ডেকে তোলে ডাকাতরা ঘরের ভিতর প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মোখে জিম্মি করে হাত পা বেধে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।