স্বরূপকাঠিতে দুই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে স্ব স্ব বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল। স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সদস্য ও পৌরসভার মেয়র গোলাম কবিরের এবং মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ইউএনও আবু সাঈদ, প্রধান শিক্ষক স্বপন দত্ত ও মো. তৌফিকুজ্জামান প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।