পিরোজপুরের বিসিএস পরিক্ষায় উত্তীর্নদের সংবর্ধনা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলা থেকে ৩৬ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্নদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পিরোজপুরের সহকারি পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (নেছারাবাদ-কাউখালী সার্কেল ) ওই সংবর্ধনা প্রদান করেন। আজ বৃহস্পতিবার সহকারি পুলিশ সুপারের স্বরূপকাঠি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (নেছারাবাদ-কাউখালী সার্কেল ), স্বরূপকাঠি থানার ওসি মো. মুনিরুল ইসলাম, কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান, উত্তীর্ন পরিক্ষার্থীদের অভিবাবক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক আব্দুল জিহাদ, অবঃ প্রধান শিক্ষিকা সবিতা রানী দাস, আবদুল মালেক, মো. শাহ আলম, সাংবাদিক কুমার শুভ রায় প্রমুখ। এসময় অভিবাবক, দুই উপজেলার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরূপকাঠি উপজেলার ৫ জন ও কাউখালী উপজেলার ৪ জন বিসিএস পরিক্ষায় উত্তীর্নদের সংবর্ধিত করা হয়।