প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সাফল্য কামনায় গৌরনদীতে দোয়া-মোনাজাত

গৌরনদী প্রতিনিধি
বাংলাদেশ নিবন্ধন পরিদপ্তরকে নিবন্ধন অধিদপ্তর এ উন্নীত করায় গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা সাবরেজিষ্টার এর কার্যালয়ে ও সাব রেজিষ্টার অফিস জামে মসজিদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আতœার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাব রেজিষ্টার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সাব রেজিষ্টারের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেনসহ সকল দলিল লেখকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন সাব রেজিষ্টার অফিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর ঐকান্তিক প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হওয়ায় তার জন্যও দোয়া করা হয়।