গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নে শীতার্তদের কম্বল বিতরণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দরিদ্র অসহায় শীতার্তদের জন্য সরকারী উদ্যোগে বরাদ্ধকৃত কম্বল মঙ্গলবার রাতে ইউনিয়নের দুঃস্থ অসহায় শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন বরিশাল জেলার পরপর দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, ইউপি সচিব মাহতাব হোসেন, ছাত্রলীগ নেতা পলাশ সন্যামত, সজিব বালী প্রমূখ।