৫ কোটি টাকা আত্মসাত পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেপ্তার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে (সাবেক ভূমি অধিগ্রহণকর্মকর্তা কিশোরগঞ্জ) ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। দুদক সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মকালে অসৎ উদ্দেশ্যে, প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে অপরাধমূলক বিশ^াসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অননুমোদিত এলএ-কেস (ভূমি অধিগ্রহণ মামলা) এর বিপরীতে সরকারের নগদ ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারে করেছে দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা । গ্রেফতারের পূর্বে বুধবারই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দন্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ৩১, তারিখ ১৭.০১.২০১৮ ইং। একজন কর্মকর্তার মাধ্যমে মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।