গৌরনদী উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে তিনটি শুন্যপদে তিনজন নারী প্রার্থীর মনেনয়ন পত্র দাখিল

আবদুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্যের তিনটি শুন্যপদে আওয়ামীলীগ মনোনীত তিনজন প্রার্থী গতকাল মঙ্গলবার বিকেলে তাদের মনেনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গৌরনদী উপজেলা পরিষদের সংরক্ষিত ওই তিনটি নারী আসন সম্প্রতি শুন্য হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৮ জানুয়ারী ওই আসন তিনটিতে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে গতকাল বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মাত্র তিনজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে রাশিদা বেগম, ২নং ওয়ার্ডে হেলেনা বেগম, ৩ নং ওয়ার্ডে কোহিনুর আলম।
গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, তিনটি শুন্য পদের বিপরিতে মাত্র তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আওয়ামীলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোন প্রার্থী এতে অংশ নেয়নি। উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারী এ উপ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।