গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

গৌরনদী প্রতিনিধি
গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গৌরনদী উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে গতকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রকৌশলী এস,এম মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে চিত্ত, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন প্রমুখ।