পিরোজপুরের জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নবাগত পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর শুভাগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, ওসি মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন, মহিলা কলেজের অধ্যক্ষ অলোকা কর্মর্কার, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, সমাজ সেবক আ. লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। পরে উপজেলা চত্বরে জেলা প্রশাসক একটি নিম ও একটি বকুল গাছের চারা রোপন করেন।