গৌরনদীর কসবা ও শাওড়া গ্রাম থেকে বিএনপি সমর্থক শতাধীক নারী পুরুষের আওয়ামীলীগে যোগদান

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের মাষ্টার শওকত হোসেন সরদারসহ উপজেলার কসবা ও শাওড়া গ্রামের বিএনপি সমর্থক শতাধীক নারীপুরুষ রোববার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্বরে বসে গৌরনদী পৌর মেয়রসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।
আওয়ামীলীগের দলীয় সুত্র জানায়, উপজেলার শাওড়া গ্রামের বিএনপি সমর্থক শিক্ষক নেতা ও নব জাতীয়করন প্রাথমিক শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি শওকত হোসেন সরদার এবং উপজেলার কসবা ও শাওড়া গ্রামের গ্রামের কাঁলাচান সরদার, মন্টু সরদার, পলাশ সরদার, জাকির সরদার, জহুরুল সরদার, মোসাঃ নাজমা খানম, আছমা বেগম, মুন্নী বেগম, নাজমা বেগম, কামরুল সরদার, রমজান সরদার, খোকন সিকদার, মোসাঃ লুতু বেগমসহ ওই দুই গ্রামের বিএনপি সমর্থক শতাধীক নারী পুরুষ রোববার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।