সয়াবিন চাষ করে আয় করুন

এস এম রহমান হান্নান স্টাফ রিপোর্টার
অলোক বন্দ্যোপাধ্যায়: সয়াবিনের চাষ করে চাষিরা আর্থিক দিক থেকে লাভবান হতে পারবে। কারণ সয়াবিনের চাহিদা বাজারে সারা বছরই থাকে এবং দামও ভালোই থাকে। সয়াবিন লাগাতে হবে জলনিকাশি ব্যবস্থাযুক্ত দোঁয়াশ এবং এঁটেল-দোঁয়াশ মাটি বেশি উপযোগী ভালো জাতগুলি হল সয়াম্যাক্স, পি.কে ৪৭২, জে.এস ৮০, ২১, জে.এস ৩৩৫, বীরসা সয়াবিন ১। লাগানোর আগে ভালো করে বীজ শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে ম্যাঙ্কোজেব ৭৫ শতাংশ ৩ গ্রাম বা থাইরাম ৭৫ শতাংশ ২ গ্রাম বা ক্যাপটান ৭৫ শতাংশ ২ গ্রাম হারে ভালোভাবে মেশালেই বীজ শোধন হয়ে যাবে।
বীজ বপন করতে হবে আষাঢ় থেকে শ্রাবণ এবং অঘ্রাণ মাসেও লাগানো যেতে পারে। বিঘে প্রতি ৭ কেজি বীজ লাগবে। সারিতে বোনা হলে খরিপে ১.৫ ফুট বাই ১ ফুট দূরত্বে এবং রবিতে ১ ফুট বাই ৬ ইঞ্চি দূরত্বে বীজ লাগাতে হবে।