কমলগঞ্জে শীতবস্ত্র ও ভিজিএফ এর চাল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নে দু:স্থদের মাঝে কম্বল ও ভিজিএফ এর চাল বিতরণ এবং মইদাইল, ধাতাইল গাও, সুরানন্দপুর, বাসুদেবপুর, করিমপুর ও উবাহাটা গ্রামের শব্দকর সমাজের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ১৫ জানুয়ারী বিভিন্ন স্থানে বিভিন্ন সময় শীতবস্ত্র ও ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
এসব বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রহিমপুর ইউনিয়নে ৩৫০ জন অসহায়, গরীব ও দু:স্থ লোকের মাঝে শীতবস্ত্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন চাষীদের মাঝে চাল ও নগদ অর্থ, পতনউষার ইউনিয়নে ৩০০ জন দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ ব্যুরো চাষীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা এবং মুন্সীবাজার ইউনিয়নে ৩০০ জন দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র ও ১৪০ দু:স্থ পরিবারকে ভিজিডি’র চাল বিতরণ করা হয়।