আগৈলঝাড়া আওয়ামীলীগ নেত্রীর দুই পুত্র আটক

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের দুই পুত্রের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুরের ঘটনায় হামলাকারী দুই পুত্রকে আটক করেছে পুলিশ।
আহত, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আমিনুল আসলাম বাবুল ভাট্টি ঢাকা থেকে প্রাইভেটকারে বাগধা গ্রামের বাড়িতে ফেরার পথে গতকাল সোমবার সকালে পয়সা-বাগধা সড়ক অতিক্রমের সময় বরিশাল জেলা পরিষদের সংরক্ষিত-১ আসনের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগমের স্বামী ফারুক বক্তিয়ার মোটরসাইকেলে তার নিজ বাড়ি থেকে পাঁকা সড়কে ওঠার সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকার ঢাকা মেট্রো ক ১১-৪০৬২র সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ মাটিতে পরে যান। চেয়ারম্যান বাবুল গাড়ী থেকে নেমে দ্রুত ফারুক বক্তিয়ারকে টেনে তোলেন। ঘটনা দেখে ফারুক বক্তিয়ারের ছেলে মিঠু বক্তিয়ার ও রিন্টু বক্তিয়ার ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান বাবুল ভাট্টির উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। এসময় মিঠু ও রিন্টু চেয়ারম্যানের প্রাইভেটকারে ব্যাপক ভাংচুর চালায়। চেয়ারম্যান বাবুল ও ফারুক বক্তিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে এসআই শাহনুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করে হামলাকারী মিঠু বখতিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেন। এঘটনায় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভট্টির ভাই কালাম ভাট্টি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।