পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ উদযাপন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ সোমবার সকাল ১১টায় হাসপাতাল সড়কের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন সাজে ও রঙিন প্লেকার্ড সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমা আক্তার নেতৃত্বে শোভাযাত্রায় প্লে-গ্র“প থেকে তৃতীয় শ্রেণীর প্রায় ৫শত ছাত্র ছাত্রীসহ অভিভাবক, শিক্ষক-কর্মচারিরা অংশ নেয়। এ সময় রাস্তার দুপাশের উৎসুক জনতা হাত নেড়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা বিনিময় করেন।