চোরাই মালামালসহ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হাতে পিকআপ আটক

0
(0)

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গতকাল রোবরার ভোররাতে পিছু ধাওয়া করে দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার মহাসড়ক পাড়ি দিয়ে চোরাই মালামালসহ ঢাকা মেট্রো ন-১৬-৭৪৪৮ নম্বরের একটি পিকআপ ভ্যানকে আটক করেছে। পুলিশের তাড়া খেয়ে এ সময় পিকআপ ভ্যানটির চালক ও তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
জানাগেছে, গতকাল রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তি উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ড এলাকা থেকে জনৈক ব্যবসায়ী মোবাইল ফোনে গৌরনদী হাইওয়ে থানার ওসিকে খবর দেয় যে, ওই বাসষ্ট্যান্ডের একটি দোকানে চুরি করে চোরাই মালামাল নিয়ে ঢাকা মেট্রো ন-১৬-৭৪৪৮ নম্বরের একটি পিকআপ যোগে চোরের দল বরিশাল-ঢাকা মহাসড়ক ধরে উত্তর দিকে যাচ্ছে। এ খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ সাহাদাৎ হোসেন মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় প্যট্রল ডিউটিরত পুলিশ সার্জেন্ট ইমরানুজ্জামানকে মোবাইল ফোনে পিকআপ ভ্যানটিকে আটকের নির্দেশ দেন। ততক্ষনে পিকআপ ভ্যানটি ওই এলাকা অতিক্রম করে প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে গিয়েছিল। সার্জেন্ট ইমরানুজ্জামান তখন সঙ্গীয় ফোর্সসহ হাইওয়ে থানার পেট্রলকার নিয়ে পিছু ধাওয়া করে মহাসড়কের দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার পথ তাড়াকরে উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে চোরাই মালামালসহ পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাদাৎ হোসেন জানান, পুলিশের তাড়া খেয়ে পিকআপ ভ্যনটির চালক ও তার এক সহযোগী পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে পিকআপ ভ্যনটিকে আটক করে থানায় নিয়ে আসে। পিকআপ ভ্যনটির ভেতরে জয়শ্রী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী সৈয়দ আব্দুল কুদ্দুস এর দোকান থেকে চুরি করা গ্যাসভর্তি ৭টি এলপি গ্যাসের সিলিন্ডার ও ২টি এলইডি টেলিভিশন উদ্ধার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ব্যবসায়ী সৈয়দ আব্দুল কুদ্দুস বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে রোববার বিকেলে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.