গৌরনদীতে খালের ভেতরে কচুরিপানার ওপর থেকে অজ্ঞাত পরিচয় জীবন্ত ছেলে শিশু উদ্ধার

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের একটি খালের ভেতরের কচুরিপানার ওপর থেকে শুক্রবার এলাকাবাসী কাঁদাজলে একাকার হওয়া ১৫/১৬ মাস বয়সী একটি অজ্ঞাত পরিচয় জীবিত ছেলে শিশুকে উদ্ধার করেছে। এ ঘটনায় ওই এলাকাজুড়ে তোলপাড় চলেছে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম তার প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে বাটাজোর-আগরপুর খালের ভেতর কচুরিপানার উপর একটি শিশুর কান্না শুনতে পান। এ সময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায় ১৫/১৬ মাস বয়সী ওই ছেলে শিশুটিকে উদ্ধার করেন।
এর পর নজরুল সরদার বিষয়টি বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারকে অবহিত করলে তিনি শিশুটিকে থানায় সোপর্দ করার পরামর্শ দেন। পরে নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে থানায় সোপর্দ করে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, শিশুটি সম্পুর্ণ সুস্থ্য আছে। তাকে দুধ পান করানো হয়েছে। শিশুটিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার বেবীহোমে রাখা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাধারন মানুষের মধ্যে তোলপাড় চলেছে। সবার জিজ্ঞাসা কোথা থেকে কি ভাবে ওখানে এলো শিশুটি ?