স্বরূপকাঠিতে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যের পর পরই উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, ওসি মো. মুনিরুল ইসলাম, উপজেলা প.প. কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক মো. আনিচুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল, সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, কৃষি অফিসার রিফাত সিকদার, মহিলা বিষয়ক অফিসার নুসরাৎ জাহান, পলি¬ বিদুৎ ডিজিএম সাইফুল আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি মিথিলা আক্তার প্রমুখ। মেলায় ২৮ টি স্টল স্থান পেয়েছে।