গৌরনদীতে ১৩১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
(0)

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রাম থেকে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান সরদার (৩৫) ও পূর্ব আশোকাঠী গ্রাম থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহেদ আলী গোমস্তা (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই মোঃ ইকবাল কবির (পিপিএম) ও এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের গোবিন্দের ভাঙ্গা ব্রীজ এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারা মাদক ব্যবসায়ী হাসান সরদার (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হাসার সরদারের বাড়ি উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে। সে ওই গ্রামের মোঃ ইসমাঈল সরদারের ছেলে।
অপর দিকে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মেহেদী হাসান ও এএসআই আজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পূর্ব আশোকাঠী গ্রামের জহিরের চায়ের দোকানের কাছের পাঁকা সড়কে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী অহেদ গোমস্তা (৩৪)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী অহেদ গোমস্তার বাড়ি গৌরনদী উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আদম আলী গোমস্তার ছেলে।
দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই রাতেই গৌরনদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.