১২ দিনেও নিখোজ মাদ্রাসা ছাত্র মুমিনের কোন সন্ধান মিলছে না

0
(0)

গৌরনদী প্রতিনিধি
১২ দিন ধরে নিখোজ বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের মাদ্রাসার ছাত্র মুমিন হাওলাদার (১২) এর কোন সন্ধান মিলছেনা। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা- মা ছেলের সন্ধান পেতে সকল আতœীয় স্বজনের বাড়ি বাড়ি খোজ নিয়ে ব্যার্থ হয়ে অবশেষে সোমবার রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন।
নিখোজ মাদ্রাসা ছাত্রের বাবা পানচাষী মোঃ মন্টু হাওলাদার জানান, তার ছেলে মুমিন হাওলাদার মাদারীপুর জেলা সদরেরর মৌলভী আছমত আলী খান হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। গত প্রায় ২৩/২৪ দিন পূর্বে ছুটি নিয়ে সে বাড়িতে আসে। এরপর গত ২৫ ডিসেম্বর সে উপজেলার বানিয়াশুরি গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। গত ২৭ ডিসেম্বর নানা বাড়ি থেকে সে তার সেজ খালা কুলছুম বেগমের সাথে উপজেলার নাঠৈ গ্রামে ওই খালার বাড়িতে বেড়াতে যায়। দুই দিন খালা বাড়িতে বেড়ানোর পর গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মুমিন হাওলাদার তার সেজ খালাকে বলে মাদারীপুরের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এর পর থেকে মুমিন নিখোজ রয়েছে। মা-বাবাসহ সকল স্বজনরা গত ১২ দিন ধরে অনেক খোজাকুজি করে তাকে না পেয়ে অবশেষে তার পানচাষী পিতা মোঃ মন্টু হাওলাদার সোমবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাহামুদ হাসান জানান, তাদের ছাত্র মুমিন হাওলাদার কোরআনে হাফজ হওয়ার জন্য হেফজ বিভাগে পাড়শুনা করছিল। পড়াশুনার কষ্ট হয়ত তার ভাল লাগেনা। এ কারনে সে প্রায়ই মাদ্রাসা থেকে পালাতো। এর আগেও কয়েকবার পালানোর পর তার বাবা এসে তাকে মাদ্রাসায় দিয়ে গেছে। শুনেছি এবার সে তার খালা বাড়ি থেকে পালিয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, রাতে জিডি হওয়ার পর নিখোজ মাদ্রাসা ছাত্রের ছবিসহ সারা দেশের থানাগুলোতে আমরা ম্যাসেজ দিয়ে দিয়েছি। এ ছাড়া ওই ছাত্রের সন্ধান পেতে আমাদের নিজস্ব তদন্তও চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.