আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের বোরহান উদ্দিন ফকিরের ছেলে ভ্যান চালক ওমাদক ব্যবসায়ী ছরোয়ার ফকিরকে ১৪পিচ ইয়াবাসহ উপজেলা সদররোড থেকে সোমবার রাতে এসআই মোশারফ হোসেন গ্রেফতার করে। এসআই মোশারফ হোসেন বাদী হয়ে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে, যার নং-২ (৮-১-২০১৮)। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।